শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যদেশ
  2. অন্যান্য
  3. অভিযোগ বাক্স
  4. আইন আদালত
  5. আপনার ডাক্তার
  6. উদ্যোক্তা
  7. কলাম
  8. কুমিল্লা প্রতিদিন
  9. খেলার মাঠ
  10. জাতীয়
  11. জীবন যাপন
  12. তিনি কহিলেন
  13. ধর্ম প্রতিদিন
  14. প্রবাসে মুরাদনগর
  15. ফটো গ্যালারি

শ্রেণিকক্ষ সঙ্কটে খোলা আকাশের নিচে চলছে বিদ্যালয়

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ

কুমিল্লার মুরাদনগরে শ্রেণিকক্ষ সঙ্কটে খোলা আকাশের নিচে দীর্ঘদিন ধরেই চলছে শিক্ষার্থীদের পাঠদান, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

চাপিতলা ইউনিয়নের ৫৭নং পুস্করিনীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গিয়ে দেখা যায় এই দৃশ্য। প্রতি বছর সাফল্যে সুনাম অর্জন করায় শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও বাড়ছে না স্কুলের সুযোগ সুবিধা।

শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৩৩ সালে পুস্করিনীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এরপর ১৯৭৩ সালে স্কুলটি জাতীয়করণ করা হয়। পর্যায়ক্রমে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি হলে সরকার ২০০৫-২০০৬ অর্থবছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে দুই কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে দেয়। বর্তমানে ভবনটির একটি রুমে অফিস কক্ষ অপরটিতে শিশু শ্রেণির ক্লাস চলমান রয়েছে। এই ভবনটিও জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

স্কুলে শিক্ষা কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হলে স্থানীয়দের সহায়তায় ২০২২ সালে দুই কক্ষ বিশিষ্ট একটি টিনের ঘর নির্মাণ করা হয়। এরপরও শ্রেণিকক্ষ সঙ্কট থাকায় খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্টরা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে চরম দূর্ভোগের শিকার হচ্ছে ২৫০ জন শিক্ষার্থী।

শিক্ষক ও অভিবাবকরা দ্রুত অবকাঠামোগত উন্নয়ন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন।

সর্বশেষ - মুরাদনগর প্রতিদিন